অনেকেই মনে করেন আমেরিকা মানেই নাস্তিকদের অভয়ারণ্য! কিন্তু না ধারণাটি সম্পূর্ণ ভুল. আমেরিকার সংবিধান থেকে শুরু করে ডলার অথবা কয়েনে, অফিস কিংবা গির্জায়, দোকান কিংবা খেলার মাঠে সর্বত্রই লেখা থাকে “আল্লাহ/ ঈশ্বর/ প্রুভুতে আমরা বিশ্বাসী”! ( In God we trust)

আমেরিকা সম্পর্কে না জেনে অনেকে অনেক কথা বললেও আমার অভিজ্ঞতা থেকে বলছি পশ্চিমা দেশগুলির মাঝে সবচেয়ে বেশি ধর্ম চর্চা হয় আমেরিকার মানুষের মাঝে.

এখানে সকল ধর্ম চর্চার মানুষের সমান অধিকার. একজন মুসলমান এখানে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়লে অন্যরা তাকে পাহারা দেন অধিকাংশ সময়ে, তেমনি একজন হিন্দু মূর্তি পূজা দিলে সেখানেও তাদের নিরাপত্তা দেয়া হয়. রাষ্ট্রীয় নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষও এগিয়ে আসেন ধর্মীয় নিরাপত্তায়.

আমার জন্ম বাংলাদেশে, জীবনের উদীয়মান সময় কাটিয়েছি ব্রুনাই দারুস্সালামে, আসল কর্মজীবনের প্রথম দিকটা কাটিয়েছি ইংল্যান্ডের লিভারপুল এলাকায়, জীবনের বাকি সময়টুকু আমেরিকায় বসবাস. আমার বিশ্বাস আমেরিকার মতো ধর্মীয় স্বাধীনতা পৃথিবীর কোনোদেশেই পাওয়া যাবেনা!

এই লম্বা প্রসঙ্গ টানলাম এই জন্য যে আজ মঙ্গলবার জুন ১১, ২০১৯ আমেরিকার সর্বোচ্চ আদালত নাস্তিকদের একটি দাবি চিরতরে বন্ধ করে দিয়েছে. বেশ কয়েক বছর পর্যন্ত নাস্তিকদের বৃহত্তম একটি সংগঠন সংবিধান, ডলার, কয়েন সহ সব কিছু থেকে “ইন গড উই ট্রাস্ট” ” বা “ঈশ্বরে আমরা বিশ্বাসী” শব্দ গুলি তুলে দিতে দাবি তুলে আসছিলো কিন্তু আমেরিকার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তাদের এ দাবি নাকচ করে দিয়ে মামলাটি নিস্পত্তি করে দিয়েছেন.

বিস্তারিত নিম্নে কমেন্ট সেকশনের লিংকে দিলাম.

https://trib.al/atxAQgq

বাংলাদেশের অতি উৎসাহী সাংবাদিক বা লেখকদের বলবো আধুনিকতার নামে ধর্মহীনতা যেভাবে উস্কে দিতে ব্যাপক প্রচারনা করে থাকেন ঠিক তেমনি সত্য কথা লিখে ধর্মভীরু সরল সহজ মানুষের মাঝে একটু আত্মিক শান্তি দিতেও সদা সচেতন থাকবেন বলে অনুরোধ করছি!

Note: নাস্তিকদের পরাজয়ের সংবাদটিও ব্যাপকভাবে প্রকাশ করুন; আপনাদের কিছু কমবে না তবে সামাজিকভাবে কিছু উপকার হবে.